Gender

Gender:
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।


Types of Gender
Gender সাধারনত চার প্রকার।

Masculine Gender ( পুং লিঙ্গ)
Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
Neuter Gender (ক্লীব লিঙ্গ)
Common Gender (উভয় লিঙ্গ)

i. Masculine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।


ii. Feminine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।


iii. Neuter Gender
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book, Pen, Table, ইত্যাদি।


iv. Common Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে। যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।


Gender পরিবর্তন এর নিয়ম
Rule 1 –
কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন –
MasculineFeminine
FatherMother
BrotherSister
HusbandWife
KingQueen
FoxVixen
DogBitch
MaleFemale
UncleAunt
WizardWitch
BullCow
LordLady
SirMadam
TailorSeamstress
PapaMamma


Rule 2 –
কতগুলো noun এর শেষে “ess” যুক্ত করে Feminine Gender করতে হয়। যেমন-
MasculineFeminine
AuthorAuthoress
BaronBaroness
CountCountess
HeirHeiress
PeerPeeress
ProphetProphetess
StewardStewardess
ManagerManageress
GodGoddess
PriestPriestess
HostHostess
JewJewess
LionLioness
PoetPoetess

Rule 3-
কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন –
MasculineFeminine
ActorActress
ConductorConductress
HunterHuntress
InstructorInstructress
Songster Songstress
TraitorTraitors
BenefactorBenefactress
TigerTigress
Director  directressdirectress



************************************************************
"Let's Learnn English (বাংলায়)" চ্যানেলে সবাইকে আমন্ত্রন,[ https://goo.gl/L3aoTF ]
আমাদের youtube ভিত্তিক লাইভ ক্লাশ, এখনি SUBSCRIBE করে রাখুন, যেন যথা সময়ে নোটিফিকেশন পেয়ে যান, ইংলিশ বেসিক স্কিলস এর টিপসের জন্য Group  জয়েন করুন । ইনভাইট ও শেয়ার করুন আপনার বন্ধুকে ...  [Let's Learn English (বাংলায়)]