Translation




Do not fall in love.
প্রেমে পড়ো না।
because everything that falls gets broken!
কারন যা পড়ে তা ভেংগে যায়।

যদি আপনি প্রত্তেক হাসির পর সৃষ্টিকর্তাকে কখনই ধন্যবাদ না জানান..
If you never thank Allah after every smile..
তাহলে আপনার দোষারোপ করার অধিকার নেই প্রত্তেক অশ্রুর জন্য।
then you have no right to blame for every tear....!!

আমি বুঝিনা ভাগ্য কেন কিছু মানুষকে একে অপরের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেয়...
I don't understand why destiny gives opportunity some people to meet each other...
যখন এখানে তাদের একসাথে থাকার পথ নেই।
when there's no way for them to be together..
আপনি জানেন?
do you know?
ক-21|
কাজে কুঁড়ে ভোজনে দেড়ে (দেড়া)।
Slow of work but quick to eat.
ক-22| কাজের এদিক ওদিক সব পন্ড।
Catch at the shadow and lose the substance.
ক-23| কাজের সময় কাজি, কাজ
ফুরালে পাঁজি।
When the danger is gone, God is forgotten.
We leave God alone when we are safe from danger.
To get ride of one who has served the purpose.
A pet lamb makes a cross ram.
ক-24| কাটা ঘায়ে নুনের ছিটা।
To slay the slain.
To tread on a crushed worn.
To pour water on a drowned mouse.
To break a bruised deer.
To add insult to injury.
ক-25| কাদা ঘেঁটো না।
Let sleeping dogs lie.
ক-26| কান টানলে মাথা আসে।
Given the one, the other will follow.
ক-27| কানা গরুর ভিন্ন পথ।
কানা ঘোড়ার সিধা দৌড়।
The fool strays from the safe path.
ক-28| কানা ছেলের নাম পদ্মলোচন।
Appearances are deceptive.
ক-29| কামলা, আপনি সামলা।
Physician, heal thyself.
ক-30| কামারের কাজ কুমারের
সাজে না।
The cobbler should stick to his last

How many times did they rape you?
তোকে প্রতিদিন কতবার করে ধর্ষণ করতো ওরা?'
Asked by his amie to Redly.
রেডলিকে প্রশ্ন করলো তার বান্ধবী।
They are Chistrian..
এরা খ্রীস্টান।
Redly was captive to Muslim soldier.
আফগানিস্তানের মুসলমান সৈনিকদের
কাছে বন্দী ছিলো রেডলি।
Redly didn't be surprise to listen such a lousy speech...
বান্ধবীর মুখে এমন একটা বিশ্রি প্রশ্ন শুনেও অবাক
হলো না রেডলি।
Rather it's normal...
বরং এটাই স্বাভাবিক।
Cause,world's people know that how oppress they did on the
captive Muslim women her brood brother Chistrian soldiers
কারন তার জাতি ভাই খ্রীস্টান সৈনিকরা মুসলমান নারী-
বন্দীদের উপর কি রকম শারিরীক ও মানসিক অত্যাচার করে,
এটা তো সারা বিশ্বের মানুষ জানে।
No'
'না,
They didn't touch me.
ওরা (মুসলমান সৈনিকরা)
আমাকে একবারও স্পর্শ করেনি।
Even they didn't hurt me little and didn't insult...
এমনকি আমাকে সামান্যতম আঘাত
কিংবা অপমানও করেনি।
Rather i felt well-regarded there.
বরং আমি ওখানে সম্মানিত বোধ করেছি।' Her friend
became surprise to hear Redly's speech.
রেডলির জবাব শুনে তার বান্ধবীকে অবাক হলো।
She became more surprise when Redly became Muslim by
taking Islam religion.
সে আরো অবাক হলো, যখন কিছুদিন পর
রেডলি ইসলাম গ্রহণ করে মুসলমান
হয়ে গেলো।
Reader, don't think this tale.
পাঠক, এটাকে কোন গল্প ভাববেন না।
British Journalist Redly was captive to Afgan soldier.
ব্রিটিশ সাংবাদিক রেডলি আফগানিস্তানের মুসলমান
সেনাদের কাছে বন্দি ছিলো।
She became fascinated for Muslim soldier's behave.
সেখানে মুসলিম সেনাদের আচরণে মুগ্ধ হয় সে।
After that she became curious for knowing about Islam.
তারপর সে কৌতূহলী হয় ইসলাম
সম্পর্কে জানার জন্য।
She understand that Islam is the best religion of the world
after comparing behavior of Chistrian and Muslim's conduct.
ইসলাম সম্পর্কে জানার পর সে মুসলমান ও খ্রীস্টানদের
নৈতিক আচরনের
তুলনা করে বুঝতে পারে, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।
So,she became Muslim by taking Islam..
তাই সে ইসলাম গ্রহন করে মুসলমান হয়।
এটাই ইসলাম।
This world's best religion is beautiful more than a story..
গল্পের চেয়েও সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ এই ধর্ম।

Smile always expresses happiness, it's not.
হাসি সবসময় যে সুখের প্রকাশ করে তা নয়,
It also means that how much sad you can hide.
আপনি কতটা দু:খ লুকাতে পারেন তাও বুঝায়।
তুমি কি ক্ষুধার্থ?
Are you hungry?
তুমি কি বিবাহিত?
Are you married?
তুমি ঠিক আছতো?
Are you okay?
তুমি কি প্রস্তুত?
Are you ready?
তুমি কি অসুস্থ?
Are you sick?
তুমি কি নিশ্চিত?
Are you sure?
তুমি কারো জন্য অপেক্ষা করছ?
Are you waiting for someone?
আজ কি আজ কাজ করছ?
Are you working today?
কাল কি আগামী কাল কাজ করবে?
Are you working Tomorrow?
তোমার বাচ্চারা কি তোমার সাথে আছে?
Are your children with you?
যত তাড়াতাড়ি সম্ভব
As soon as possible.
আমার ভালো লাগছেনা
I don't feel well.
আমার কোন বান্ধবি নাই
I don't have a girlfriend.
আমার কাছে একটাও টাকা নাই
I don't have any money.
আমার যথেষ্ট টাকা নাই
I don't have enough money.
ঠিক এ মুহুর্ত্তে আমার সময় নাই
I don't have time right now.
এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানিনা
I don't know how to use it.
আমি জানিনা
I don't know.
আমি তাকে পছন্দ করিনা
I don't like him.
আমি এটা পছন্দ করিনা
I don't like it.
আমি কিছু মনে করিনি
I don't mind.

চোখের বাইরে থাকা আর মনের
বাইরে থাকা।
Out of sight is out of mind.
তুমি আমাকে আর ভালোবাসো না।
You do not love me anymore.
আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।
I can feel in my heart.
কে তোমাকে বললো একথা?
Who says this to you?
তুমি কেন ঘনঘন আমার সাথে দেখা করো না ?
Why don't you see me often?
মাছের মধ্যে ইলিশ সর্বোৎকৃষ্ট
The hilsa is the best of alll fishes
কাক সব পাখিদের মধ্যে কুৎসিত
The crow is the ugliest of all birds
বৃহস্পতি সর্বাপেক্ষা বড় গ্রহ।
The Jupiter is the largest of all planets
মেঘনা সর্বাপেক্ষা প্রশস্ত নদী ।
The meghna is the broadest of all rivers
শৃগাল সর্বাপেক্ষা ধূর্ত প্রানী।
The fox is the most cunning of all animals
রীনা সব বালিকার মধ্যে সুন্দরী।
Rina is the most beautiful of all the girls
শিক্ষকতা সবচেয়ে মহৎ পেশা।
Teaching is the noblest of all profession
হীরা সর্বাপেক্ষা মূল্যবান ধাতু।
Dimond is the most precious of all metals
ঢাকা বাংলাদেশের বৃহত্তম শহর।
Dhaka is the biggest city in Bangladesh
সিরাজ গ্রামের সবচেয়ে কুখ্যাত লোক।
Siraj is the most notorious person in the village..
এটা বলার সাহস কর কি করে !
How dare you say so!
ঘোড়ার ডিম করছ এখানে !
What the hell you are doing here!

এটা কঠিন কোন কিছুর জন্য অপেক্ষা করা,যখন তুমি
জান যে ওটা কখনই তোমার হবে না...কিন্তু
It's Hard To Wait For Something When You Know that It
Will Never Be Yours...But
এটা আরও কঠিন ওটা ত্যাগ করা, যখন তুমি জান যে
এটা একমাত্র বস্তু যা তুমি এতদিন চেয়েছিলে।
It's Even More Harder To Give Up When You Know It's The
Only Thing You Ever Wanted

I could do the sum
- আমি অঙ্কটি করতে পারতাম
"
"
"That's all nonsense
- ও সব বাজে কথা
"
"
"What is the time by your
watch?
- তোমার ঘড়িতে কটা বেজেছে?
"
"
"He cannot speak English as I can
- সে আমার মত ইংরেজি বলতে পারে না
"
"
"You must finish your work by 12 o’clock
- বারটার মধ্যে কাজ শেষ করবে
"
"
"He wears a beard
- সে দাড়ি রাখে

যখন একা ছিলাম
→When I was alone
আমি সত্যি একার মত অনুভব করিনি।
→I didn't really feel like alone.
কিন্তু এখন একজনকে ভালবাসি।
→But now i love a person.
যদিও সেও আমাকে ভালবাসে।
→Though she/he loves me too.
তবুও নিজেকে খুব একা মনে হয়।
→Yet I feel very lonely.
কেন এমন হয়?
→Why is this happen?

***




নিজের সুবিধামতো সব সময়ে পোস্ট পড়তে
শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।
ফেসবুকের নিয়মানুযায়ী পেইজের ৭৫%
পোস্টে নিয়মিত
লাইক, শেয়ার, কমেন্ট না করলে সেই
পেইজের পোস্ট আপনার হোম পেইজে
আর দেখা যাবে
না।;)

_____: যেখানে যেখানে "thank you ”ব্যবহার করবেন :______

1.ওহ দারুন! অনেক ধন্যবাদ আপনাকে
Oh great! Thanks a lot.
"
2.ঠিক আছে, জানি না আপনার জন্য এমন কি করেছি
It’s Ok. I don’t know what I would done.
"
3.আপনাকে অনেক ধন্যবাদ
Thank you very much.
"
4.বেশ ভালই লাগছে
It’s wonderful.
"
5.ব্যাপারটা দারুন ছিল
That was great.
"
6.অনেক ধন্যবাদ
Thanks.
"
8.আসলে আপনি আমার ব্যাপারে খুব সদয় হয়েছেন
That’s really kind of you.
"
9.সাবাস
Well done.
"
10.ধন্যবাদ আপনাকে
Thank you.
"
11.আজ রাতে আসলেই একটা মহা ভোজ হয়ে গেল
It’s really a wonderful dinner
"
12.তোমাকে দারুন লাগছে
You are looking wonderful.
"
13তোমাকে দারুন লাগছে
You are looking great.
"
14.এমন সন্দরী যে তার আবার গয়নার দরকার কিসে
With such beauty who needs ornaments!
"
15.আপনার সাথে সাক্ষাতে আমি খুব খুশি হয়েছি
I am really very happy.
"
16.ধন্যবাদ, আমিও খুশি হয়েছি
Thanks I also enjoyed.
"
17.যাই হোক, আমার একটু কাজ আছে, আমার এখনই
যেতে হবে
Any way, I have an appointment.I have to
leave right now.
"
18.নিশ্চয়! আশা করি শীঘ্রই আমাদের আবার দেখা
হবে
Oh sure! I hope, we will get together again
shortly.
"___

__: কাছ থেকে কাউকে ডাকা ডাকি করতে:__
-
এইযে ভাই শুনুন
Excuse me.
-
হ্যা বলুন
Oh sure.
-
মসজিদ টা কোথায় একটু বলবেন কি?
Would you please tell me the way mosque?
-
আশে পাশে কেউ আছেন?
Hello! Is anybody around?
-
কে ওখানে?
Who is there?
-
ঘোড়ার ডিম কি সব করছ?
What the hell are you doing?
-
অন্য আর একটা ফোন থরার জন্য আমি দুঃখিত
I apologize to you for receiving another call.
-
ঘোড়ার ডিম এসব কি হচ্ছে
What the hell is happening?
-
আমি খুবই দুঃখিত
I am extremely sorry.
-
কোন শয়তানেরা ক্যসেট বাজাচ্ছে?
Who the hell are playing cassettes?
-
আমরা খুবই দুঃখিত, জনাব
We are sorry, Sir.
-
এই সব ফালতু কাজ কেন তুমি করতে গেলে
Why the hell did you do that?
-
আমি আসলে খুব অসহায় বোধ করেছিলাম
I was really very helpless.
___________________

Please accept my salam
- আমার সালাম গ্রহণ করুন
_(আস্সালামু আলাইকুম) __

তুমি কোথা থেকে ইংরেজি শিখেছ?
Where did you learn English?
তুমি এটা কোথা থেকে শিখেছ?
Where did you learn it?
তুমি এটা কোথায় রেখেছো?
Where did you put it?
এর আগে তুমি কোথায় কাজ করতে?
Where did you work before
you worked here?
তুমি কোথায় থাকো?
Where do you live?
তুমি কোথায় যেতে চাও?
Where do you want to go?
তুমি কোথায় কাজ কর?
Where do you work?
কোথায় ব্যাথা?
Where does it hurt?
তোমার স্ত্রী কোথায় কাজ করে?
Where does your wife work?
ভালো লাগলে কষ্ট করে মন্তব্য করতে
বা লাইক দিতে ভুলবেননা এতে
আমরা
উৎসাহিত হই এবং পেইজটি একটিভ থাকে।

কিল খেয়ে কিল চুরি করা।
To pocket an insult.
কুঁড়ের অন্ন হয় না।
The indolent can never thrive.
Indolence is the mother of poverty.
কু-কথা বাতাসের আগে ছড়ায়।
Bad news runs fast.
Bad news spreads very fast.
Bad (ill) news run faster than the air.
কুকুরকে লাই দিলে মাথায় উঠে।
Give him an inch and he will take an ell.
Give no chance to an intruder.
কুকুরের পেটে ঘি সহে না।
Habit is the second nature.
কু-সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।
Better alone than an evil company.
Better an empty house than an ill tenant.
কেউই জ্ঞানী হয়ে জন্মায় না।
No man is bonr wise.
কেবল মন দিয়েই মন জয় করা যায়।
Heart alone buys heart.
কৈ মাছের প্রাণ বড় শক্ত।
A cat has nine lives.
কৈ-এর তেলে কৈ ভাজা।
To get without spending.
কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।
Rome was not built in a day.
Worthwhile achievement takes time and perseverance.
কৌশলে কার্যোদ্ধার।
We leave God alone when we are safe from danger.
When the danger is gone, God is forgotten.
ক্ষমা কর ও ভুলে যাও।
Forgive and forget.
ক্ষমা পরম ধর্ম।
Forgiveness is a great virtue.
ক্ষুধা থাকলে নুন দিয়ে খাওয়া যায়।
Hungry is the best sauce.
Hungry gives taste to foods.
Hungry is a great appetizer.
ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
Hungry is the best sauce.
Hungry gives taste to foods.
Hungry is a great appetizer.
ক্ষুধার জ্বালায় বাছ বিচার থাকে না।
Hungry dogs will eat dirty pudding.
ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না।
A hungry fox is an angry fox.
খড়ের গাদায় ছুঁচ খোঁজা।
To search for a nibble in a bottle of hay.
খলের ছলের অভাব হয় না।
He that waits to beat a fog will easily find a stick.
খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল কল্পে এঁড়ে
কিনে।
খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল এঁড়ে গরু কিনে।
Go further and fare worse.
He made himself worse by trying to better his future.
খাটার মজা তলে আছে।
Wait and see.
খাল কেটে কুমির আনা।
To bring an calamity by one’s own
imprudence.
খালি পাতিল বাজে বেশী।
Empty vessels sound much.
খুন তার প্রমাণ রেখে যায়।
Murder will out.
খেতে দিলে শুতে চায়।
Give him an inch and he will take an ell.
Give no chance to an intruder.

***
 বিঃদ্রঃ ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর
পোস্ট এ নিয়মিত লাইক, শেয়ার ও কমেন্ট
না করলে  ধীরে ধীরে আমাদের পোস্ট আর দেখতে পাবেন না!
Soooo .......   like  + share + comments
***



আমার ভালো লাগছেনা
I don't feel well.
আমার কোন বান্ধবি নাই
I don't have a girlfriend.
আমার কাছে একটাও টাকা নাই
I don't have any money.
মেয়েরা সবচেয়ে বেশি যে বিষয়টির কথা ভাবে,তা হলো নিরাপত্তা।
Security is what girls consider most.
রুচিশীলতার ব্যাপারটিতে মেয়েরা অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে।
Girls are very sensitive to elegance.
বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকায় হুমকির মুখে ভবিষ্যতের কৃষি।
With global temperature rising, the future of agriculture is threatened.
এখন একশ কোটির বেশি মানুষ পানি সংকটে ভুগছে।
Now more than a billion people are suffering from water crisis.
আমার যথেষ্ট টাকা নাই
I don't have enough money.
ঠিক এ মুহুর্ত্তে আমার সময় নাই
I don't have time right now.
এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানিনা
I don't know how to use it.
আমি জানিনা
I don't know.
আমি তাকে পছন্দ করিনা
I don't like him.
আমি এটা পছন্দ করিনা
I don't like it.
আমি কিছু মনে করিনি
I don't mind.


বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে কথোপকথনঃ
...................................................................
রহিমঃ হে বন্ধু তুমি কি করছ?
RAHIM: HI,FRIEND.WHAT ARE YOU DOING?
.
রাহিমাঃআমি বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে টি
আইবি এর একটি প্রতিবেদন পড়ছি।
RAHIMA: I AM READING THE TIB REPORT
ABOUT CORRUPTION IN BANGLADESH.
.
রহিমঃ এটা কি বলতে চায়?
RAHIM: WHAT DOES IT SAY?
.
রাহিমাঃএটা বলে যে বাংলাদেশ বিশ্বের সকল
দুর্নীতি গ্রস্তদেশগুলোর মধ্যে অন্যতম দেশ ।
RAHIMA. IT SAYS THAT, BANGLADESH IS ONE
OF THE MOST CORRUPT COUNTRIES IN THE
WORLD.
.
রহিমঃ তাই নাকি? তাহলে জাতির জন্য এক বড়
কলঙ্ক।
RAHIM: IS IT? THEN IT IS A GREAT STIGMA FOR
THE NATION.
.
রাহিমাঃ নিঃসন্দেহে।
RAHIMA: UNDOUBTEDLY.
.
রহিমঃ বাংলাদেশে অত্যন্ত দুর্নীতি প্রবল ক্ষেত্র
কোনটি তুমিকি আমায় বলতে পার?
RAHIM: CAN YOU TELL ME THE MOST CORRUPT
SECTORS IN BANGLADESH.
.
রাহিমাঃ আইন প্রয়োগকারী সংস্তাগুলো অত্যন্ত
দুর্নীতিগ্রস্তক্ষেত্র।এর পরবর্তী অবস্হান
শিক্ষাক্ষেত্রের ।
RAHIMA: THE LAW ENFORCING AGENCIES ARE
MOST CORRUPT SECTOR.THE POSITION OF
EDUCATION IS NEXT TO IT.
.




White or fair isn't meant beautiful
সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয়,
And black isn't meant ill shaped.
আর কালো মানেই কিন্তু কুৎসিত নয়।
Enshrouding cloth is white but blatant
কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক।
Men's beauty is not outer views.
মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়,
Man becomes beautiful by character.
চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়।
like comments + share


1.Will this color fade?
এ রং কি উঠে যাবে?
2.I can't bear this any longer
আমি আর সহ্য করতে পারি না
3.Leave the place this very moment
এই মুহূর্তে এখান থেকে চলে যাও
4.In the middle of May
মে মাসের মধ্যভাগে
5.I will go out as soon as he comes home
তিনি বাড়ি এলেই আমি বের হব
6.He told me wonderful stories
তিনি আমার কাছে আশ্চার্য-আশ্চার্য গল্প
বললেন
7.Who stood security for him?
তার জামিন ছিল কে?
8.Flower is beautiful to look at
ফুল দেখতে সুন্দর
9.Please accept my thanks
আমার ধন্যবাদ গ্রহণ করুন
10.Students are going to the playground in batches
দলে দলে ছাত্র খেলার মাঠের দিকে যাচ্ছে
11.Some say that he was very cruel in his boyhood
কেউ কেউ বলে সে ছোটবেলায় খুব নিষ্ঠুর
ছিল
12.Every one of them has been punished
তাদের সকলেই শাস্তি পেয়েছে
13.He is no more (dead)
তিনি আর নেই
14.I rummaged the village in search of him
আমি তার খোঁজে গ্রামটি পাতি-পাতি করে খুজেছিলাম
15.Your ward is the student of our school.
আপনার প্রতিপাল্য আমাদের বিদ্যালয়ের ছাত্র
16.He has squandered away all his money.
সে সব টাকা ফুঁকে দিয়েছে
17.I don’t know what his name is
তার নাম কি আমি জানি না
18.Now-a-days everything is costly
আজকাল সকল দ্রব্যই বড় দুর্মূল্য হইয়াছে
পূর্বে কি এই (1-18) SENTENCE-এর অর্থ গুলো জানা ছিলো।
জানা থাকলে YES না থাকলে NO কমেন্ট করুন।
জানতে চাই পোস্ট দিয়ে কতটুকু সার্থক হলাম।


পর্ব (04)
THE WAYS TO BE GOOD CONVERSATIONALIST
আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায়।
BE COURTEOUS
বিনয়ী হউন।
THINK BEFORE YOU SPEAK.
ভেবে চিন্তে কথা বলুন।
BE FLEXIBLE.
উদার নীতি পালন করুন।
BE CHEERFUL AND GOOD HUMOURED.
প্রসন্ন ও হাস্য পরিহাসরত থাকিবেন।
BE INTERESTED IN THE OTHER FELLOW.
অপর ব্যক্তির প্রতি আগ্রহ দেখাইবেন।
ACT UPON THESE CERTAIN POINTS.
এই কয়েকটি কথাকে কাজে পরিনত করুন
AND
এবং
YOU WILL FIND THAT YOU KNOW THE SECRETS OF GOOD CONVERSATION.
তাহলেই দেখবেন যে কথোপকথনের
তাৎপর্য আপনার জানা হয়ে গেছে।

পর্ব (05)
উত্তম কথোপকথনের অভ্যাস করার
সময় আমাদের কথাবার্তা বলার কিছু
ভুল ত্রুটি সম্পর্কে সাবধান থাকতে হবে।
এ বিষয়েবিশেষজ্ঞদের এই নির্দেশ স্মরণ রাখবেন।
1.কুতর্ক করবেন না।
don't be argumentative.
2.নিষ্ঠাহীন হবেন না।
don't be insincere.
3.মতান্ধ হবেন না।
don't be dogmatic.
4.অহংকারী হবেন না।
don't be egoist.
5.বিড় বিড় করে কথা বলবেন না।
don't be a mumbler.



পর্ব (06)
তুমি সন্দেহ প্রবন।
You are a sceptical
তোমাকে এত খুশি খুশি লাগছে কেন আজ?
Why are you so up today?
তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন?
Why are you look so down?
খাবার গরম, ফুঁ দিয়ে খাও।
The food is hot, blow it cool....
আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি।
You are hiding something back from me.
তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।
Have it your way.
ওখানে কোন সমস্যা হয়েছে?
Were there any problems?
আমরা এটা খুব পছন্দ করি
We like it very much.
আমি এখানে প্রথমবার এসেছি
This is the first time I've been here.
আমরা কি ওখানে বসতে পারি?
Can we sit over there?

পর্ব (07)
Agreeing - সমর্থন করা
কারো কোনো প্রস্তাবে রাজি হলে তা কিভাবে প্রকাশ করবে?
অধিকাংশ সময়ে কারো কোনো
মন্তব্যে একমত হলে
ইতিবাচক সায় দেওয়ার দরকার
হয়।
প্রস্তাবে রাজি হয়ো বা না হওয়া প্রকাশ করতে
সচরাচর নিচের style গুলি ব্যবহৃত হয়।
I agree
আমি একমত
You're right
ঠিক বলেছেন
I agree with you
আমি আপনার সাথে একমত
Yes, that's right
হ্যাঁ, তা ঠিক
I could agree more
আমি পুরোপুরি রাজি
That's really the case
ঘটনাটা আসলেই তাই
You're absolutely right
একেবারে ঠিক বলেছেন
Yes, I have the same opinion
হ্যাঁ, আমারও একই মত


পর্ব (08)
কথা-বার্তা বলার সময় লোকেরা প্রায়ই
যে সমস্ত ভুল ত্রুটি করে থাকে এবার সেগুলোর
সম্পর্কেও সজাগ থাকুন।
1.অত্যাধিক গ্রাম্য ভাষা ব্যাবহার করবেন না।
avoid too much slang.
যখন এর ব্যাবহারের ফলে কথা-বার্তা বলিষ্টাত
আসে একমাত্র তখনই ব্যবহার করবেন।
use it only when it lends vigour to your talking.
2.আপনার কথা-বার্তা থেকে প্রয়োজনীয় অতিরিক্ত শব্দের ব্যবহার পরিহার করুন।
eliminate superfluous words from your speech.
3.রং চরিয়ে বলার অভ্যাস পরিত্যাগ করুন।
avoid exaggeration.
4.অসংলগ্নভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলা বন্ধ করুন।
stop telling personal experiences
awkwardly.

পর্ব (09)
Bee ↔ মৌমাছি ; মধুমক্ষিকা,
Bug ↔ ছার পোকা,
Butterfly ↔ প্রজাপতি ; তরলমতি ব্যক্তি,
Cocoon ↔ রেশমের গুটি,
Conch ↔ শঙ্খ ; বাদ্যশঙ্খ,
Crab ↔ কাঁকড়া ; কর্কটরাশি ; বুনো আপেল,
Cricket ↔ ঝিঁঝি পোকা ; ক্রিকেট খেলা ; ব্যাটবল খেলা,
Earthworm ↔ কেঁচো ; নীচ ব্যক্তি,
Firefly ↔ খদ্যোত ; জোনাকি পোকা,
Fly ↔ মাছি ; মক্ষিকা । উড়িয়া যাওয়া ;
বিমানযোগে গমন করা,
Frog ↔ ব্যাঙ ; ভেক ; ব্যাং,
Grasshopper ↔ ফড়িং ; গঙ্গাফড়িং,
Lice, Louse ↔ উকুন।

পর্ব (10)
❷ Confront ← কনফ্রন্ট → মুখোমুখি হওয়া,
❷ Consort ← কানসোর্ট → সঙ্গী হওয়া,
③ Conspire ← কন্সপায়ার → ষড়যন্ত্র করা,
❹ Constrict ← কনস্ট্রিক্ট → সংকুচিত করা,
⑤ Consult ← কনসাল্ট → পরামর্শ করা,
❻ Contemn ← কনটেম → অবজ্ঞা করা, অত্যন্ত ঘৃণা করা,
⑦ Crave ← ক্রেইভ → ব্যাকুলভাবে কামনা করা,
❽ Crease ← ক্রীস → ভাজ করা,
⑨ Crawl ← ক্রুল → হামাগুড়ি দিয়ে চলা,
❿ Creep ← ক্রীপ → হামাগুড়ি দিয়ে চলা,
⑪ Criminate ← ক্রীমিনেইট →অভিযুক্ত করা,
⓬ Crimple ← ক্রীম্পল → সংকুচিত করা।
➀ Criticize ← ক্রিটিসাইজ →সমালোচনা করা,
➋ Croon ← ক্রুন → গুনগুন করে গান গাওয়া,
➂ Crumple ← ক্রাম্পল → চাপ দিয়ে ভাজ পরানো,
➍ Crumble ← ক্রাম্বল → ভেঙ্গে টুকরা টুকরা করা,
➄ Cuff ← কাফ → ঘুষি মারা,
➏ Curb ← কার্ব → সংযত করা,
➆ Curse ← কার্জ → অভিশাপ দেওয়া,
➑ Daunt ← ডোন্ট → নিরুৎসাহিত করা,
➈ Dally ← ড্যালি → হেলাফেলা করা, ছেলেখেলা করা,
➓ Decline ← ডিকলাইন → প্রত্যাখান করা, অস্বাকীর করা,
⑪ Defeat ← ডিফীট → পরাজিত করা, পরাভূত করা,
⓬ Defend ← ডিফিন্ড → আত্মরক্ষা করা।

আজ থেকে IMPORTANT পর্ব শুরু
পর্ব(11)
নম্রতাসূচক কয়েকটি বাক্য(some polite phrases)
1.আমি সময় নিয়েও না আসতে পারার জন্য দুঃখিত।
¤I'm sorry,i couldn't make it that day.
2.নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য দুঃখিত।
¤I'm sorry,i couldn't make it in time.
3.দেরি হওয়ার জন্য মাফ চাইছি।
¤I'm sorry,i got little late.
4.আমার তরফ থেকে ক্ষমা নেবেন।
¤please,beg my apologies.
5.ভুল হয়ে গেছে।
¤it was all by mistake.
6.মাফ করবেন।
¤please excuse me.
7.আমি অত্যন্ত দুঃখিত।
¤I'm very sorry.
8.কাজে ব্যাঘাত দিলাম,ক্ষমা চাইছি।
¤sorry to have disturbed you.
9.আপনে যদি অনুমতি দেন ত বলি।
¤allow me to say.
10.আপনি যদি একটু এদিকে নজর দেন।
¤may i have your attention please.
11.এসমস্ত আপনার জন্য।
¤it's all yours.
12.আমি কি কিছু বলতে পারি?
¤Will you please permit me to speak?
13.আমি কি আপনার কাছে সাহায্য করতে পারি?
¤Let me also help you?
14.একটু সরে বসবেন?
¤Will you please move?
15.একটু আস্তে বলবেন?
¤Will you please speak slowly?
16.মাফ করবেন।
¤i beg your pardon.
বিঃদ্রঃ ছয় মাসের কোর্সে নিয়মিত
লাইক,কমেন্ট
না করলে বিশেষ কোনও অজানা পর্ব হতে দুরে থাকতে
পারেন।
তাই আশা করি পরিপূর্ণ কোর্সের কোনও
পোস্টে
লাইক,কমেন্ট করতে ভূল করবেন না।


পর্ব (12)
বিস্ময়বাচক শব্দ বা বাক্য(exclamation words
or sentences)
1.বাঃ বেশ!
Marvellous!
2.সাবাস!
Well done!
3.বাঃ,সুন্দর!
Beautiful!
4.আরে [তাই নাকি]!
Oh!
5.হায়!
My god!
6.হায়,আল্লাহ!
Oh Allah!
7.সুন্দর হয়েছে তো!
Done wonderfully!
8.নিশ্চয়ই!
Of course!
9.আল্লাহকে ধন্যবাদ!
Thank Allah!
10.আল্লাহর কৃপাতে!/কৃপায়!
By Allah grace!
11.আল্লাহ তোমার মঙ্গল করুন!
May allah bless you!
12.আপনাকেও!
Same to you!
13.তোমাকেও!
Same to you!
14.খুবই সুন্দর!
Excellent!
15.অত্যন্ত দুঃখের ব্যাপার!
How sad!
16.অত্যন্ত খুশির খবর!
How joyful!
17.অভূতপূর্ব বিজয়!
What a great victory!
18.হে আল্লাহ! (আশ্চর্য ভাবার্থে)
good heavens!
19.এই যে, শুনুন!
Hello!
20.একটু তাড়াতাড়ি!
Hurry up,please!
21.কি ভীষণ!
How terrible!
22.কি ভয়ানক!
How terrible!
23.ছিঃঅত্যন্ত পরিতাপের বিষয়!
How disgraceful!
24.অসম্ভব!
How absurd!
25.কি স্পর্ধা!
How dare he!
26.কি মিষ্টি!
How sweet!
27.কি সুন্দর!
How lovely!
.

পর্ব (13)
বিস্ময়বাচক শব্দ বা বাক্য(exclamation words
or sentences)
¤
28.চুপ করুন!
¤quiet please/please keep quiet!
29.ঠিকই তো!
¤yes,it is!
30.তাইনা কি!
¤really!
31.সত্যি!
¤is it!
32.ধন্যবাদ!
¤thanks!
33.ধন্যবাদ আপনাকে!
¤thank you!
34.আল্লাহর অসীম কৃপা!
¤thank allah!
35.এই দিন বার বার ফিরে আসুক!
¤many happy returns of the day!
36.আমি জিতে গেছি!
¤hurrah! I have won!
37.আপনার সুস্বাস্থ্য কামনা করি!
¤for your good health!
38.অভিনন্দন!
¤congratulations!
39.কি বাজে বকো!
¤what nonsense!
40.কি লজ্জার কথা!
¤what a shame!
41.সাবধান!
¤how tragic!
42.হঠাৎ যে!
¤what a surprise!
43.অদ্ভুত!
¤wonderful!
44.ছিঃ!
¤how disgusting!
45.সাবধান!
¤beware!
46.দুঃখের বিষয়!
¤what a pity!
47.কি বুদ্ধি!
¤what an idea!
48.আসুন আসুন!
¤welcome sir!পর্ব (14)
Hunger ↔ ক্ষুধা ; প্রবল আকাঙ্খা,
Hurt ↔ আঘাত বা আহত করা,
Influenza ↔ সংক্রামক সর্দিজ্বর,
Insomnia ↔ অনিদ্রা ; অনিদ্রারোগ,
Leucoderma ↔ শ্বেতী রোগ,
Long-sighted ↔ দূরদৃষ্টি বিশিষ্ট বিচক্ষণ,
Mad ↔ পাগল ; ক্ষিপ্ত,
Lunacy ↔ পাগলামি ; উন্মাত্ততা,
Milk-fever ↔ সস্থান দুগ্ধজনিত জ্বর ; ঠুনকো জ্বর,
Pain ↔ ব্যথা ; যন্ত্রণা,
Paratyphoid ↔ টাইফয়েড-সদৃশ জ্বর,
Patient ↔ সহিষ্ণু ধৈর্য্যশীল ; রোগী,
Piles ↔ অর্শরোগ,
Pimple ↔ ফুসকুড়ি ; ব্রণ,
Pox ↔ বসন্তরোগ ।
বিঃদ্র:পরবর্তী পোস্টের প্রতি
লক্ষ্য করুন।

পর্ব (15)
① Moan ← মৌন → কাতরানো,
② Mitigate ← মিটিগেট → উপশম করা, লাগব করা,
③ Mock ← মক → পরিহাস করা,
④ Moderate ← মডারেইট → সংযমিত করা, দমন করা,
⑤ Modernize ← মর্ডানাইজ → আধুনিক করা,
⑥ Moot ← মূট → আলোচনার জন্য প্রস্তাব করা,
⑦ Motivate ← মুটিভেইট – উদ্বুদ্ধ করা,
⑧ Mow ← মৌ → ঘাস কাটা,
⑨ Muddle ← মাডল → তালগোল পাকানো,
⑩ Mug ← মাগ → লুন্ঠন করা,
⑪ Mumble ← মাম্বল → মিনমিন করে বলা,
⑫ Muster ← মাস্টার → জড়ো হওয়া।
❶ Defer ← ডিফার → মূলতবী করা, নতি স্বীকার করা,
❷ Define ← ডিফাইন → নির্দিষ্ট করা,
❸ Defy ← ডিফাই → অমান্য করা, পরোয়ানা না করা,
❹ Delimit ← ডীলিমিট → সীমানা চিহ্নিত করা,
❺ Delude ← ডিলূড → প্রতারিত করা, বিভ্রান্ত করা,
❻ Delve ← ডেল্ভ্ → খনন করা, খোঁড়া,
❼ Deploy ← ডিপ্লয় → সৈন্যবাহিনী মোতায়েন করা, পুলিশ মোতায়েন করা,
❽ Deport ← ডিপোর্ট → নির্বাসিত করা,
❾ Deposes ← ডিপৌজ → পদচ্যুত করা,
❿ Deposit ← ডিপজিট → জমা করা, আমানত রাখা,
⓫ Ease ← ঈজ্ → আরাম করা, আরাম দেওয়া,
⓬ Eliminate ← ইলিমিনেইট্ → উচ্ছেদ করা।

পর্ব (16)
সংক্ষিপ্ত বাক্যের রূপ(forms of small
speeches)
¤
1.আমি এই আসছি।
¤just coming.
2.সবে এসেছি।
¤just coming.
3.বেশ।
¤very well.
4.খুব ভাল।
¤very well.
5.আপনি যা বলুন।
¤as you like.
6.আপনার যেমন ইচ্ছে।
¤as you please.
7.আর কিছু বলার আছে।
¤anything else.
8.থাক থাক যতেষ্ট হয়েছে।
¤that's enough.
9.সম্মান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ
জানাই।
¤thanks for this honour.
10.আচ্ছা।
¤o.k.
11.কেন হবে না?
¤why not?
12.একটুও না।
¤not a bit.
13.আচ্ছা চলি।
¤ta-ta.
14.কাল দেখা হবে।
¤see you tomorrow.
15.হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
¤yes,by all means.
16.অনেক হয়েছে।
¤too much.
17.হ্যাঁ জনাব!
¤yes sir!
18.কখনই না।
¤no,not at all.
¤

পর্ব (17)
* একটাও না
Not a single one.
* তাই তো
So it is.
* দেখো যেন
See that.
* কিছুক্ষন যাবত
For a while.
* বেশিক্ষণ নয়
Not long.
* খুব কাছে
Very near.
* কোনটি তোমার ?
Which one is yours ?
* কার বই ?
Whose book ?
* কিন্তু কেন ?
But why ?
* কিসের জন্য ?
For whom ?
* অত না
Not that much.
এইতো জীবন
* life is such.
হায় খোদা !
* O my god!
হায় !
* Alash!
সমস্যা নেই
* How strange.
বাপরে বাপ !
* Holy cow!
এটা কোনো বিষয় না
* It doesn't matter.
কিছু মনে করবেন না
* Never mind.

পর্ব (18)
¤
Get at - হাতের নাগালে পাওয়া( reach)
Get away- পলায়ন ( escape)
¤
Get by- পাস দিয়ে যাওয়া ( pass)
Get down- নামা ( descend)
¤
Get into - উঠা (ascend)
Get off- পালানো (escape)
¤
Get on - অগ্রসর হওয়া (proceed)
Get out- বাহিরে যাওয়া (go out)
¤
Get over - অতিক্রম করা (overcome)
Get through- সাফল্য লাভ করা (succeed)
¤
Get up- শয্যা ত্যাগ করা (rise)

পর্ব (19)
¤
➊ Ability ← অ্যাবিলিটি → সামর্থ, সক্ষমতা,
➁ Absence ← অ্যাব্স্যান্স্ → অনুপস্থিতি,
¤
➌ Abundance ← অ্যাবান্ডান্স্ → প্রাচুর্য,
প্রয়োজনের চেয়ে বেশী,
➃ Abuse ← অ্যাবিউস্ → অপব্যবহার,
গালাগালি,
¤
➎ Access ← অ্যাক্সেস্ → প্রবেশ প্রবেশাধিকার
➅ Accident ← অ্যাক্সিডেন্ট্ → দুর্ঘটনা,
আকস্মিক ঘটনা,
¤
➐ Accommodation←অ্যকোমোডেইশন্ →নিবাসন,বাসস্থান
➇ Account ← অ্যাকাউন্ট্ → হিসাব,
¤
➒ Accuracy ← অ্যাকিউর্যাসি → যথার্থতা,নির্ভুলতা, শুদ্ধতা,
➉ Ache ← অ্যাইক্ → ব্যথা, অবিরাম বেদনা।
¤
① Lick ← লিক → চাটা, লেহন করা,
② Liquidize ← লিকিউডিজ → রস নিংড়ানো,
¤
③ Masticate ← ম্যাসটিকেইট → চিবানো,
④ Mediate ← মীডিএইট → মধ্যস্থতা করা,
সমঝোতা করা,
¤
⑤ Mend ← মেন্ড → মেরামত করা,
⑥ Mess ← মেস → তালগোল পাকিয়ে ফেলা,
¤
⑦ Mind ← মাইন্ড → মনযোগ দেওয়া,
⑧ Misadvise ← মিসএডভাইজ → ভুল পরামর্শ দেওয়া,
¤
⑨ Misbehave ← মিসবিহেইভ → অশোভন আচরন করা,
⑩ Miscall ← মিসকল → ভুল নামে ডাকা,
¤
⑪ Misdirect ← মিসডিরেক্ট → ভুল নির্দেশ দেওয়া,
⑫ Misguide ← মিসগাইড → ভুল পথে চালিত করা।
¤
⑴ Insert ← ইনসার্ট → ঢোকানো, বসানো,অন্তর্নিবিষ্ট করা,
⑵ Inspire ← ইন্স্পায়ার্ → উৎসাহিত
করা,অনুপ্রাণিত করা, দৈব প্রত্যাদেশ দেওয়া,
¤
⑶ Inspirit ← ইন্স্পিরিট্ → উৎসাহিত করা,
⑷ Instigate ← ইন্স্টিগেইট্ → উস্কে দেওয়া করা,প্ররোচিত করা, কুকাজে প্রবর্তিত করা,
¤
⑸ Inter ← ইন্টার্ → দাফন করা, সমাহিত করা,
⑹ Interfere ← ইন্টারফিয়ার্ → হস্তক্ষেপ করা,বিঘ্ন হওয়া, মাঝে পড়া, নাক গলানো,
¤
⑺ Impute ← ইম্পুট্ → দোষারোপ করা,
⑻ Implore ← ইম্প্লোর্ → কর্ জোরে প্রার্থনা করা,অনুনয় করা,
¤
⑼ Inflict ← ইন্ফ্লিক্ট্ → দুঃখ কষ্ট দেওয়া,চাপানো,আরোপ করা,
⑽ Inure ← ইনিউর্ → অভ্যস্ত করা, অভ্যস্ত হওয়া,দূরীভূত করা।
¤
পর্ব (20)
¤
দিন এবং সপ্তাহ(DAYS & WEEK)
¤
1.সপ্তাহে কয়টি দিন থাকে?
¤how many days are there in a week?
2.সপ্তাহে সাতটি দিন থাকে।
¤There are seven days in a week.
3.সপ্তাহের প্রথম দিন রবিবার।
¤the first day of the week is SUNDAY.
4.সপ্তাহের শেষ দিন শনিবার।
¤SATURDAY is the last day of the week.
5.রবিবার ছুটির দিন।
¤SUNDAY is a holiday.
6.স্কুল অফিস ইত্যাদি ঐ দিন বন্ধ থাকে।
¤School,offices etc. Remain closed on that
day.
7.রবিবার বাচ্চারা স্কুলে যায় না।
¤children don't go to school on SUNDAY.
8.সপ্তাহের দিনগুলির নাম বড় অক্ষরে লেখা হয়।
¤the name of the days of the week are
written with capitals.
9.বহু অফিসে পাঁচ দিনে সপ্তাহ পালন করা হয়।
¤In many offices a five day week is
observed.
10.কেউ কেউ মঙ্গলবার উপবাস করেন।
¤Some keep fast on TUESDAY.
11.কেউ কেউ শনিবার বা শুক্রবার এটি করেন।
¤some keep it on SATURDAY on FRIDAY.
12.রবিবারের মধ্যে আমি আমার কাজ শেষ করব।
¤I shall finish my work by SUNDAY.
13.সোমবারের মধ্যে অবশ্যই ফিরে আসবে।
¤do return by MONDAY.
¤
পর্ব (21)
¤
দিন এবং সপ্তাহ(DAYS & WEEK)
¤
14.শনিবার থেকে জোরে বৃষ্টি হচ্ছে।
¤it has been raining since SATURDAY.
15.আমার জন্ম রবিবার হয়েছিল।
¤I was born on SUNDAY.
16.গত সপ্তাহে তুমি কোথায় গিয়েছিলে?
¤where had you been last week?
17.রবিবারের নাম সূর্যের নামানুসারে হয়েছে।
¤SUNDAY in named after the sun.
18.সোমবারের নাম চন্দ্রের নামানুসারে হয়েছে।
¤MONDAY is named after the moon.
19.আমি বোম্বে বেড়াতে গিয়েছিলাম।
¤i had been on a pleasure trip to BOMBAY.
20.সপ্তাহের সাতটি দিনের নাম সাতটি গ্রহের
নাম হয়েছে।
¤The seven days of the week are named
after seven plants.
21.তুমি কি জান মাসে কয়টি সপ্তাহ থাকে?
¤do you know how many week's are there
in a month?
22.প্রতি মাসে চারটি পূর্ণ সপ্তাহ থাকে।¤
¤there are full four weeks in a month.
¤

পর্ব (22)
¤
(1-35)/কিছু বাঁধা উপমা (some set
comparisons)।
1.বিষের মত তেতো।
as bitter as gall.
2.কয়লার মত কালো।
as black as coal.
.
3.বাদুরের মত অন্ধ।
as blind as bat.
4.কাচের মত ভঙ্গুর।
as brittle as glass.
.
5.মৌমাছির মতো ব্যস্ত।
as busy as bee.
6.দিনের মত উজ্জ্বল।
as bright as a day.
.
7.স্কটিকের মত স্বচ্ছ।
as clear as crystal.
8.আবহাওয়ার মত পরিবর্তনশীল।
as changeable as weather.
.
9.শশার মত ঠান্ডা।
as cool as cucumber.
10.পাথরের মত ঠান্ডা।
as cold as marble.
.
11.ভরত পাখির মত আনন্দপূর্ণ।
as cheerful as lark.
12.পীচের মত কালো।
as dark as pitch.
.
13.গোলাপের মত তাজা।
as fresh as a rose.
14.শিশিরের মত তাজা।
as fresh as dew.
.
15.As brisk as butterfly.
প্রজাপতির মত চঞ্চল।
16.As busy as bee.
মৌমাসির মত ততপর।
.
17.As brave as lion.
শিংহের মত সাহসী।
18.As clear as day.
দিনের আলোর মত পরিস্কার।
.
19.As cunning as a fox.
শেয়ালের মত ধুর্ত।
20.As fair as a rose.
গোলাপের মত সুন্দর।
.
21.As fierce as a tiger.
বাঘের মত ভয়ংকর।
22.As free as air.
বাতাসের মত স্বাধীন।
.
23.As fresh as a rose.
গোলাপের মত সতেজ।
24.As grave as a judge.
বিচারকের মত গম্ভীর।
.
25.As greedy as wolf.
নেকড়ের মত লোভী।
26.As hoarse as crow.
কাকের মত কর্কশ।
.
27.As light as feather.
পালকের মত হালকা।
28.As mute as fish.
মাসের মত বোবা।
.
29.As playful as kitten.
বিড়াল ছানার মত ক্রীড়ামোদী।
30.As silly as sheep.
খরগোশের মত বোকা।
.
31.As tricky as monkey.
বাঁদরের মত ধুর্ত।
32.As vain as peacock.
ময়ুরের মত অহংকারী।
.
33.As white as snow.
তুষাড়ের ন্যায় শুভ।
.
34.ধূলোর মত শুকনো।
ইংরেজি sentence কি হবে?
35.as dead as stone.
বাংলা অর্থ কি হবে?
.


পর্ব(23)
¤
36.পাষানের মত দৃঢ়।
¤as firm as rock.
37.হাওয়ার মত স্বাধীন।
¤as free as wind.
38.বেহালার মত কর্মক্ষম।
¤as fit as fiddle.
39.মেষশাবকের মত শান্ত।
¤as gentle as lamb.
40.ঘাষের মত সবুজ।
¤as green as grass.
41.সোনার মত খাটি।
¤as good as gold.
42.রাজার মত সুখী।
¤as happy as a king.
43.চকমকি পাথরের মত কঠিন।
¤as hard as flint.
44.বজনাদের মত জোড়ালো।
¤as loud as thunder.
45.পর্বতের মত প্রাচীন।
¤as old as hills.
46.মৃত্যুর মত পান্তুর।
¤as pale as death.
47.চিন্তার মত গতিশীল।
¤as quick as thought.
48.গোলাপের মত লাল।
¤as red as rose.
49.বলের মত গোল।
¤as round as ball.
50.ক্ষুরের মত ধারালো।
¤as sharp as razor.
51.কবরের মত নীরব।
¤as silent as grave.
52.ভেড়ার মত মূর্খ।
¤as silly as a sheep.
53.মৃত্যুর মত নিশ্চিত।
বাক্যের ইংরেজি কি হবে?
¤22,23 নং পর্ব দুটি ভাল করে মুখস্ত করুন উপমা দিতে কাজে লাগবে।
¤22 নং পর্বের উত্তরঃ
34.ধুলোর মত শুকনো।
¤as dry as dust.
35.পাথরের মত প্রাণহীন।
¤as dead as stone.

 বিঃদ্রঃ ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর
পোস্ট এ নিয়মিত লাইক, শেয়ার ও কমেন্ট
না করলে  ধীরে ধীরে আমাদের পোস্ট আর দেখতে পাবেন না!
Soooo .......   like  + share + comments
***



===========================================================

দৃষ্টি= sight
*দৃষ্টান্ত= example
*দৃষ্টিপাত= glance
*দৃষ্টিগোচর= visible
*দৃশ্য= scene
*দৃষ্ট= seen
*দৃষ্টিশক্তি= eye-sight
*দেওয়ানী= civil
*দৃশ্যমান= scenery
*দেখানো= show বিঃদ্রঃ শেয়ার করে সবাই কে দেখার সুযোগ
করে দিন ।


 বিঃদ্রঃ ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর
পোস্ট এ নিয়মিত লাইক, শেয়ার ও কমেন্ট
না করলে  ধীরে ধীরে আমাদের পোস্ট আর দেখতে পাবেন না!
Soooo .......   like  + share + comments
***




Voice
Voice থেকে একটাই প্রশ্ন আসে। একটা active
sentence দিয়ে বলা হয় কোনটা সঠিক passive
form? উল্টোটাও হয়, কিন্তু কম।
Passive voiceএ sentenceএর একটা মৌলিক গঠন
আছে। গঠনটা হলঃ
[Object] + [be verb] + past participle of main
verb + by + [objective form of subject]
এই ফর্মূলা মুখস্ত করে ফেলতে হবে। এবং এই
একটা করলেই হবে। কারণ এই গঠনটা দিয়ে সমস্ত
passive sentenceকেই ব্যাখ্যা করা যায়।
উদাহরণঃ
Active: The rich hate the poor.
Passive: The poor [object] are [be verb]
hated [past participle of main verb] by the
rich [objective form of subject].
এই গঠনের মধ্যে যে অন্যান্য
extensionগুলো হতে পারে তা হলঃ
১. Main verb যদি group verb হয়, group verb
এর prepositionটা একই জায়গায় থাকবে।
২. By এর জায়গায়ঃ
To — যখন verbটা হলঃ know. উদাহরণঃ I know
him. Passive: He is known to me.
At— যখন verbটা হলঃ astonish, annoy, agitate,
amaze, alarm, disappoint, displease,
surprise, rejoice উদাহরণঃ His behaviour
surprised me. Passive: I was surprised at his
behaviour.
With— যখন verbটা হলঃ disgust, bother, line,
cover, crowd, satisfy, overgrow. উদাহরণঃ He
disgusts me. Passive: I am disgusted with
him.
In— যখন verbটা হলঃ contain, embody,
interest উদাহরণঃ The bowl contains rice.
Passive: Rice is contained in the bowl.
About— যখন verbটা হলঃ worry উদাহরণঃ He
worries me. Passive: I am worried about
him.
Of— যখন verbটা হলঃ frighten উদাহরণঃ He
frightens me. Passive: I am frightened of
him.
৩. Auxiliary verb থাকলে সেটা be verbএর
আগে বসিয়ে দিতে হবে।
Active: I must eat rice.
Passive: Rice must be eaten by me.
৪. Double object থাকলে ব্যক্তিবাচক object
কে সামনে দিয়ে অন্যটাকে main verb এর
পেছনে বসিয়ে passive করতে হবে।
Active: He gave me rice.
Passive: I was given rice by him.
৫. মাঝে মাঝে interrogative sentence এর
passive প্রশ্নে আসে।
লক্ষ্য করলে দেখা যাবেঃ
Active sentence এর [subject] + [verb] +
[object] গঠনটা interrogativeএ গিয়ে [question
word] + [aux.] + [subject] + [verb] + [object]
?
তাহলে আমাদের ঐ ফর্মূলা অনুযায়ী passive voice
কি হবে?
[Question word] + [be verb] + [Object] +
past participle of main verb + by + [objective
form of subject]?
Active: Why do you eat rice?
Passive: Why is rice eaten by you?

Preposition
To এর ব্যবহার

১।কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের
আগে to বসে।যেমনঃ i. He goes to school
everyday. ii. He came to Bangladesh in 1971.
বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad,
here, there এর আগে to বসে না।
ব্যতিক্রমঃ From here to there.
২।বাক্যে V+তে / র = to+V1. যেমনঃ i. He told
me to read a book. ii.I have nothing to give
you.
৩।ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে।যেমনঃ
He came to me.
৪।অনুসারে বুঝাতে to বসে।যেমনঃ The food is to
me test.
৫।সীমানার বাইরে বুঝাতে to বসে।যেমনঃ Japan
is to the east of our country.
৬।পর্যন্ত বুঝাতে to বসে।যেমনঃ They fought to
the last.
৭।পরিমান / হার বুঝাতে to বসে।যেমনঃ There are
2.54 c.m. to an inch.
নিম্নের শব্দ গুলোর পর to বসে।
incline, harmful, beneficial, injurious,
according, accustomed, add, admit, adjacent,
affectionate, attend, bar, cling, belong, close,
commit, common, known, confined,
congenial, contrary, dedicate, devote,
expose, exceptional, yeld, grateful, hostile,
indebted, introduced, irrelevant, liable,
loyal,object, prefer, preferable, senior,junior,
superior,talk, inferior, prone, refer, reply,
speak, lead, eager,willing.
At এর ব্যবহার
১।অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের
আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের
আগে at বসে।যেমনঃ
at Kashipur, at Chashara
২। সময় বুঝাইতে at বসে। যেমনঃ I go to bed at
10 o’ clock.
৩।অবস্থা বুঝাইতে at বসে। যেমনঃ The country is
at war now.
৪।হার / গতি বুঝাইতে at বসে। যেমনঃ Iffat was
driving the car at 100 kilometers per hour.
৫।দায়িত্ব বুঝাইতে at বসে। যেমনঃ You must
repair it at your own cost.
৬।দূরত্ব বুঝাইতে at বসে। যেমনঃ Dhaka is at 50
kilometers from here.
৭।বয়স বুঝাইতে at বসে। যেমনঃ He lost his father
at 10.
৮।দিক বুঝাইতে at বসে। যেমনঃ He pointed the
gun at him.
নিম্নের শব্দ গুলোর পর to বসে।
arrive, astonished, annoyed, envy, fire,
knock, shame, smile, laugh, surprised, louch,
wonder, alarm, jeer.
In এর ব্যবহার
১।কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে।
যেমনঃ in English, in Accounting, in Arabic.
২।বড় স্থান বুঝাতে in বসে। যেমনঃ We live in
Bangladesh.
৩।সময়ের ক্ষেত্রে ( মাস / বছর / ঋতুর নাম ) বুঝাতে
in বসে। যেমনঃ We won independence in
December in 1971.
৪।ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ I am unable to
help you in this regard.
৫।অবস্থা বুঝাতে in বসে। যেমনঃ He is in a good
health.
৬।বিবেচনা বুঝাতে in বসে। যেমনঃ You have to
do it in your own interest.
৭।পেশার ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ He has
been in politics.
৮।মাধ্যম বুঝাতে in বসে। যেমনঃ You have to pay
the bill in cash.
৯।অনুপাতের ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ In
England, one in three enters higher
education.
নিম্নের শব্দ গুলোর পর in বসে।
expert, excel, indulge, succeed, believe,
assist, interested, consist (নিহিত অর্থে), lie,
encourage, grory, persist, rich, trade.
For এর ব্যবহার
১।সময়ের আগে ধরে / যাবৎ / ব্যাপিয়া বুঝাইতে for
বসে। যেমনঃ It has been raining for two
hours.
২।জন্য বুঝাইতে for বসে। যেমনঃ What can I do
for you?
৩।সাহায্য অর্থে বুঝাইতে for বসে। যেমনঃ Would
you please do it for me?
৪।কারন বুঝাইতে for বসে। যেমনঃ Rajshahi is
famous for its mangoes.
৫।সমর্থন বুঝাইতে for বসে। যেমনঃ Are you for
the proposal?
৬।মূল্য বুঝাইতে for বসে। যেমনঃI bought this
pen for 20 taka.
৭।বিনিময় বুঝাইতে for বসে। যেমনঃ You will get
a coupon for every 100 taka you pay.
নিম্নের শব্দ গুলোর পর for বসে।
compensate, ask, affection, appetite, bound,
care, desire, long, fit, search, seek, thirst,
zeal, zest.
From এর ব্যবহার
১। কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে
বুঝাইলে ঐ “হইতে” কথাটির জন্য ব্যক্তি বা
স্থানের আগে from বসে। যেমনঃ
আমার নিকট হইতে = from me.
ঢাকা থেকে = From Dhaka.
i. The man come from abroad. ii. Don’t get
down from a running bus.
নিম্নের শব্দ গুলোর পর from বসে।
refrain, resist, obstrain, prohibited, protect,
prevent, preserve, aloof, deferent, suffer.
Of এর ব্যবহার
১।সম্পর্ক বুঝাতে of বসে। যেমনঃ I know nothing
of it.
২।অধিকার / মালিকানা বুঝাতে of বসে। যেমনঃ It
is the house of Mr. Khan.
৩।উৎপন্ন / উদ্ভুত অর্থ বুঝাতে of বসে। যেমনঃ He
comes of a respectable family.
৪।উপকরণ বুঝাতে of বসে। যেমনঃ The house is
made of stone.
৫।কারন বুঝাতে of বসে। যেমনঃ The young boy
of cholera.
নিম্নের শব্দ গুলোর পর of বসে।
fond, sure, conscious, aware, inform, proud,
boast, capable, deprieve, devoid, accused,
charged, advantage, dull, afraid, approve,
bereft, cause, consist(গঠিত অর্থে), cure, in the
habit, in favour, envious, fear, full, ignorant,
get rid, jealous, shortage.
On এর ব্যবহার
১।নদীর তীরে বুঝাতে on বসে। যেমনঃ Dhaka is
on the Buriganga.
২।কোন কিছুর উপরে সংলগ্ন বুঝাতে on বসে। যেমনঃ
The book is on the table.
৩।Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The
office is on the 4th floor.
৪।সীমানার উপর বুঝাতে on বসে। যেমনঃ The
Buriganga is on the south of Dhaka.
৫।বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বুঝাতে
on বসে। যেমনঃ He will come back on Sunday
on the 5th May.
৬।সম্বন্ধে বুঝাতে on বসে। যেমনঃ He wrote an
essay on the cow.
৭।নির্ভরতা বুঝাতে on বসে। যেমনঃ We live on
rice.
৮।অনুসারে বুঝাতে on বসে। যেমনঃ He has taken
leave on medical advice.
৯।সময়ের বর্ণনা বুঝাতে on বসে। যেমনঃ The
river looks beautiful on a moonlit night.
নিম্নের শব্দ গুলোর পর on বসে।
congratulate, comment, pride, rely,
bestowed, insist, determined, depend,
impose, reflect, take pity.


By এর ব্যবহার
১।কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার
আগে by বসে। যেমনঃ By hard labour.
২।পাশে বুঝাতে by বসে। যেমনঃ He sat by me.
৩। মাধ্যম বুঝাতে by বসে। যেমনঃ Nipu achieved
success by determination.
৪।পথ অর্থে বুঝাতে by বসে। যেমনঃ I shall travel
by road.
৫।শপথ নেয়া বুঝাতে by বসে। যেমনঃ I swear by
almighty Allah.
৬।Passive Form-এ by বসে। যেমনঃ The work
was done by me.
৭পরিমাপ বুঝাতে by বসে। যেমনঃ The room is
12 feet by 10 feet.
৮সময়(সুনির্দিষ্ট) বুঝাতে by বসে। যেমনঃ He will
come back by 5 pm.
৯।হার বুঝাতে by বসে। যেমনঃ They are
improving day by day.
১০।কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে।
যেমনঃ He is an American by birth.
১১।যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে। যেমনঃ We
went to Khulna by bus.
নিম্নের শব্দ গুলোর পর by বসে।
accompanied, affected, judge.
With এর ব্যবহার
১।সাথে বুঝাতে with বসে। যেমনঃ He came with
me.
২।দ্বারা / দিয়া বুঝাতে with বসে। যেমনঃ I killed
the snake with a stick,
৩।কারন with বসে। যেমনঃ The shadow
lengthened with the approach of the sun.
নিম্নের শব্দ গুলোর পর with বসে।
burden, cope, keep, up, keep pace,
acquitted, angry, annoy, beset, blessed,
covered, compare(ব্যক্তির সাথে হলে with
কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar,
invest, popular, reward.
Into এর ব্যবহার
১।গতিশীলতা বুঝাতে into বসে। যেমনঃ The
teacher entered into the class room.
২।অবস্থার পরিবর্তন বুঝাতে into বসে। যেমনঃ
Water is changed into snow.
৩।সংঘর্ষ বুঝাতে into বসে। যেমনঃ The truck
crashed into a parked car.
৪।সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into বসে। যেমনঃ
They were divided into three groups.
৫।নির্দেশ বুঝাতে into বসে। যেমনঃ Speak clearly
into the microphone.
Above এর ব্যবহার
১।উপরে বুঝাতে above বসে। যেমনঃ The water
came above our knees.
২।অবস্থান বুঝাতে above বসে। যেমনঃ The sun is
above our head now.
৩।পরিমাণে বুঝাতে above বসে। যেমনঃ Present
temperature is above average.
৪।এতটাই সৎ / ভালো বুঝাতে above বসে। যেমনঃ
Hemani is above suspicion.
৫।অতিমাত্রা বুঝাতে above বসে। যেমনঃ I
couldn’t hear him above the noise of the
traffic.
About এর ব্যবহার
১।সম্পর্কে / বিষয়ে বুঝাতে about বসে। যেমনঃ I
knew something about it.
২।চারদিকে বুঝাতে about বসে। যেমনঃ The
runners were running about the circle.
৩।উপলক্ষ বুঝাতে about বসে। যেমনঃ He came
here about the marriage ceremony.
৪।প্রায় / কাছাকাছি বুঝাতে about বসে। যেমনঃ
He has lost about 1 lac taka.
After এর ব্যবহার
১।পরে বুঝাতে after বসে। যেমনঃ He came after
me.
২।অসংখ্যবার বুঝাতে after বসে। যেমনঃ I’ve told
him time after not to do that.
৩।পিছনে পিছনে বুঝাতে after বসে। যেমনঃ They
run after the thief.
৪।ব্যাপক সময় বুঝাতে after বসে। যেমনঃ He
returned home after a month.
৫।ঠিক পরবর্তী কোন কিছু বুঝাতে after বসে। যেমনঃ
Issa is the tallest after Mimi.
৬।মোটের উপর বুঝাতে after বসে। যেমনঃ After all,
he is a good boy.
৭।বিপরিত ঘটনা বুঝাতে after বসে। যেমনঃ The
house is pleasantly cool after the extreme
heat outside.
Before এর ব্যবহার
১।পূর্বে বুঝাতে before বসে। যেমনঃ He came
before lunch.
২।সম্মুখে / সামনে বুঝাতে before বসে। যেমনঃ He
stood before me.
৩।তূলনামূলক ভাবে আগে / বিশেষ গুরুত্ব বুঝাতে
before বসে। যেমনঃ He puts his work before
everything.
Among এর ব্যবহার
১। কিছুর মধ্যে( চারদিক বেষ্টিত ) বুঝাতে among
বসে। যেমনঃ There is a house among the
trees.
২।দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে।
যেমনঃ Divided the mangoes among the
three boys.
Within এর ব্যবহার
১।সময়ের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ He
will come back within a month.
২।সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ
We should live within our means.
Over এর ব্যবহার
১।উপর বুঝাতে over বসে। যেমনঃ There is a
bridge over the river.
২।পারাপার বুঝাতে over বসে। যেমনঃ They run
over the glass.
৩। সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে। যেমনঃ
They have traveled over the world.
৪।বিপরিত পাশ বুঝাতে over বসে। যেমনঃ They
live over the road.
৫।অধিক বুঝাতে over বসে। যেমনঃ He was in
America for over a month.
৬।উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে। যেমনঃ He
has a director over him.
৭।মাধ্যম বুঝাতে over বসে। যেমনঃ He talked
over telephone.
Under এর ব্যবহার
১।নিচে বুঝাতে under বসে। যেমনঃ The ball is
under the table.
২।ছোট / কম পরিমান / বয়স বুঝাতে under বসে।
যেমনঃ i. He is under 20. ii. He earns under
5000.
৩।অধীনে আর্থ বুঝাতে under বসে। যেমনঃ The
building is under construction.
৪।অবস্থা বুঝাতে under বসে। যেমনঃ He is under
sentence to death.
Between এর ব্যবহার
১।দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়।
যেমনঃ i. He stood between his two brothers.
ii.Divide the mango between two sisters.
Without এর ব্যবহার
১।ছাড়া অর্থ বুঝাতে without ব্যবহৃত হয়। যেমনঃ i.
He found the place without difficulty. ii.We
can’t live without water.
Beyond এর ব্যবহার
১।পিছনে / অপরদিক অর্থ বুঝাতে beyond বসে।
যেমনঃ The road continues beyond the
villages up into the hills.
২।সময়ের পরে বুঝাতে beyond বসে। যেমনঃ It
won’t go on beyond midnight.
৩।সাধ্যের বাইরে বুঝাতে beyond বসে। যেমনঃ
The car was beyond repair.
Since এর ব্যবহার
১।‘হইতে’ অর্থে poinr of time এর পূর্বে since
বসে। যেমনঃ since 1971, since Sunday, since
June.
Beside এর ব্যবহার
১।পাশে বুঝাতে by এর মত beside বসে। যেমনঃ
beside me, beside the man, beside you.
Through এর ব্যবহার
১।ভিতর / মধ্য দিয়ে বুঝাতে Through বসে। যেমনঃ
through the forest, through struggle.
Across এর ব্যবহার
১।আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বুঝাতে across
বসে। যেমনঃ i. Go across the street, ii. My
house is just across the road.
Off এর ব্যবহার
১।দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে। যেমনঃ i. Be off
from here, ii. Swithch the fan off.
Below এর ব্যবহার
১।নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা
কম,পর্যায়ের নিচে বুঝাতে across বসে। যেমনঃ i.
My particulars are given below. ii. Rahim has
got below 80% marks. iii. He lives below
middle class status.
Down এর ব্যবহার
১।উপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে।
যেমনঃ The boy has fallen down from the
roof
Up এর ব্যবহার
১। নিচ থেকে উপরের দিকে বুঝাইতে up বসে।
যেমনঃ i. Go up the hill. ii. Climb up the tree.
Besides এর ব্যবহার
১।এছাড়াও বুঝাইতে besides বসে। যেমনঃ I have
another pen besides this.











 বিঃদ্রঃ ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর
পোস্ট এ নিয়মিত লাইক, শেয়ার ও কমেন্ট
না করলে  ধীরে ধীরে আমাদের পোস্ট আর দেখতে পাবেন না!
Soooo .......   like  + share + comments
***



• umbrella • ছাতা
• under • অধীন
• unit • ইউনিট
• up • উপর
• use • ব্যবহার
• value • মূল্য
• verse • পদ্য
• very • খুব
• vessel • বদনা
• view • দৃশ্য
• violent • হিংসাত্মক
• voice • কণ্ঠস্বর
• waiting • প্রতীক্ষা
• walk • পায়চারি করা
• wall • প্রাচীর
• war • যুদ্ধ
• warm • উষ্ণ
• wash • ধোয়া
• waste • অপচয়
• watch • ঘড়ি
• water • জল
• wave • তরঙ্গ
• wax • মোম
• way • উপায়
• weather • আবহাওয়া
• week • সপ্তাহ
• weight • ওজন
• well • ভাল
• west • পশ্চিম
• wet • ভিজা
• wheel • চাকা
• when • যখন
• where • যেখানে
• while • যখন
• whip • চাবুক
• whistle • বাঁশি
• white • সাদা
• who • কে
• why • কেন
• wide • প্রশস্ত
• will • অভিলাষ
• wind • বায়ু
• window • জানালা
• wine • ওয়াইন
• wing • গরূৎ
• winter • শীতকালীন
• wire • টেলিগ্রাম
• wise • বিজ্ঞ
• with • সঙ্গে
• woman • নারী
• wood • কাঠ
• wool • পশম
• word • শব্দ
• work • কাজ
• worm • কীট
• wound • ক্ষত
• writing • লেখা
• wrong • ভুল

fog - ঘন কুয়াশা ;
fop - পোশাকী ফুলবাবু ;
for - জন্য; পক্ষে; অভিমুখে; যেহেতু ;
fox - খেঁকশিয়াল ; পাতিশিয়াল ;
fro - পশ্চাতে বা পশ্চাদিকে; দূরে ;
fry - ছোট মাছ; পুটিমাছ; ভাজা মাছ ;
fun - কৌতুক, তামাশা; রঙ্গ ;
fur - পশুরলোম; পশম; লোমসহ পশুচর্মের পোশা্ক ;
gab - বাজে গল্প, বাচালতা ;
gad - অলসভাবে ইতস্ততঃ ভ্রমণ করা ;
gag - গোঁজ দিয়ে কন্ঠরোধ করা ;
gap - ফাটল;ফাঁক; শূন্যতা; বিরতি; দুই পর্বতের মধ্যবর্তী গভীর উপত্যকা ;
gas - বাষ্প, জ্বালানি গ্যাস; বিষ-বাষ্প ;

year - বছর
yelk - চিৎকার করা, আর্তনাদ করা
yell - তীব্র চিৎকার করা
yelp - কুকুরের মত ডাকা; ঘেউঘেউ করা
yeti - তিব্বত বা নেপালে বাস করে বলে অনুমিত
নিকৃষ্টশ্রেণীর তুষার মানব
yoke - জোয়াল
yolk - ডিম্বের পীতাংশ
yore - পুরাকাল
your - তোমার তোমাদের ; আপনার; আপনাদের;
তোর; তোদের
yule - বড়দিনের উৎসব
zany - ভাড়
zeal - আগ্রহ
zebu - ষাঁড় ষাঁড়ের মতো জানোয়ারবিশেষ ;
Zend - ইরানের প্রাচীন ভাষাবিশেষ

AFFECTION (অ্যাফেকশন) = স্নেহ।
HAPPINESS (হ্যাপিনেস) =সুখ।
SORROW (সরো) = দুঃখ।
KINDNESS (কাইন্ডনেস) = দয়া।
MARCY (মারসি) = কৃপা।
CRIME (ক্রাইম) = অপরাধ।
INSULT (ইনসাল্ট) = অপমান।
HOPE (হোপ) = আশা।
HUNGER (হাঙ্গার) = ক্ষুধা।
PRIDE (প্রাইড) = অহংকার।
RESPECT (রেসপেক্ট) = শ্রদ্ধা ও ভক্তি।
ANGER (এ্যাংগার) = ক্রোধ।
PITY (পিটি) = করুণা।
Rough (রাফ) = অমার্জিত..
Modest (মোডেস্ট) = বিণয়ী..
Wicked (উইকেড) = দুষ্টু..
Cruel (ক্রুয়েল) =নিষ্ঠুর..
Miser (মাইজার) =কৃপন..
Guilty (গিলটি) =দোষী..
Innocent (ইননোসেন্ট) =নির্দোষ ।

পর্ব -o১
Abash অপ্রস্তুত করা/ লজ্জিত করা
Abduct অপহরণ করা
Aberration নৈতিক অবনতি
Abhor ঘৃণা করা
Abjure শপথ পূর্বক পরিত্যাগ করা
Abridge কমানো
Abstain বিরত রাখা
Absurd অযৌক্তিক
Admire প্রশংসা করা
Allay উপশম করা

নিচে অতি প্রয়োজনীয় কিছু
vocabulary দেয়া হল, যা academic এবং
practical life এ বহুলভাবে ব্যবহৃত হয়ে
থাকে।
1. Allegation – অভিযোগ
You are making a false allegation against
him.
2. Capricious – খামখেয়ালীপূর্ন
Her capricious nature makes it very
difficult for us to know what she is
thinking at any given moment.
3. Casual – নৈমিত্তিক
The atmosphere at the conference was
quitecasual.
4. Despise – ঘৃনা করা, অবজ্ঞা করা
Some of them love us, while others
despise us.
5. Epic – মহাকাব্য
Ramayan is the famous epic of India.
6. Evidence – প্রমান
Unfortunately, all the evidence is
pointing in the opposite direction.
7. Intellectual – বুদ্ধিজীবী
He was a reputed historian and
intellectual.
8. Intimidate – ভয় দেখানো
Don’t try to intimidate us.
9. Nictate – চোঁখ টিপ দেয়া
Is she making a pass at you or does her
eyenictate involuntarily?
1. Rebuke – তিরষ্কার করা
He rebuked the girl for playing with
boys.
1. Remote – দূর
I enjoy reading about remote countries.
12, Revile – বদদোয়া করা, অভিশাপ দেয়া
People are reviling her for her callous
behavior.
3. Satire – বিদ্রুপ করা
His novels are known for the use of
satire.
4. Skeptical – সন্দেহপ্রবণ,নাস্তিক্যপূর্ণ
Don’t be skeptical about everything.
5. Snore – নাক ডাকা
Rubi was snoring heavily while he slept.
6. Vulnerable – অরক্ষিত
Ratna was very vulnerable after her
divorce.
1: শাস্তি- punishment
"
2: ইনজেকশন-injection
"
3: মারাত্মক- lethal
"
4: বন্দী- prisoner
"
5: আরাধ্য- worshipped
"
6: অভিযোজিত- Adaptive
"
7: আলোচনা-discussion
"
8: সামগ্রিক- overall
"
9: ব্যাখ্যা- Explanation
"
10: উদ্ভাসিত- Manifested
"
11: লঘুকরণ- Lightening
"
12: কাঁটা-tine
"
13: সংখ্যা- figure
"
14: প্রতিক্রিয়া- response
"
15: ফলদায়ক- productive
"
16: বিরতিহীন - Wheels
"
17: ক্লান্ত-Tired
"
18: ঘুষ - Bribe
"
19: ক্ষমতা- Power
"
20: নির্বাচিত- Selected
"
21 : কুসংস্কারাচ্ছন্ ন- Superstitious
"
22 : ভুল ব্যাখ্যা- Misinterpretati on
"
23 : লাঞ্ছিত- Assaulted
"
24 : উত্সাহিত- Encouraged
"
25 : রক্তাল্পতা- Anaemia

Ignore ← ইগ্নোর্ → উপেক্ষা করা,
Imitate ← ইমিটেইট্ → নকল করা,
Impawn ← ইম্পাউন্ → বন্ধক দেওয়া,
Incite ← ইন্সাইট্ → উস্কে দেওয়া,
Indict ← ইন্ডিক্ট্ → অভিযুক্ত করা,
Induce ← ইন্ডিউস্ → পটানো,
Induct ← ইন্ডাক্ট্ → অভিযুক্ত করা,
Infuse ← ইন্ফিউজ্ → কারো ভিতরে কোন গুণ তৈরি করা,
Invoke ← ইন্ভৌক্ → আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা,
Innovate ← ইনোভেইট্ → নতুন কিছু প্রবর্তন করা।
Exacerbate ← এ্যাগজারবেইট →উত্তেজিত করা,
Exasperate ← এ্যাগজ্যাসপিরেইট → উত্তেজিত করা,
Exclude ← ইক্সক্লুড → বাদ দেওয়া,
Expect ← এ্যাক্সপেক্ট → প্রত্যাশা করা,
Exhibit ← এ্যাগজিবিট → প্রদর্শন করা,
Guzzle ← গাজল → ঢকঢক করে গেলা,
Gulp ← গাল্প → গরগর করে গেলা,
Feign ← ফেইন্ → ভান করা,
Flump ← ফ্লাম্প → ধপাস করে পড়া,
Force ← ফোর্স → বাধ্য করা, জোর করা,
Frisk ← ফ্রিস্ক্ → তিড়িং বিড়িং করা,
Fustigate ← ফাসটিগেইট → মুগুর পেটা করা।
Mystify ← মিস্টিফাই → ধাঁধাঁ লাগানো,
Name ← নেইম্ → নাম করা,
Natter ← নেটার্ → বিড়বিড় করা,
Neglect ← নেগ্লেক্ট → অবহেলা করা, অবজ্ঞা করা,
Nestle ← নেস্লে → আরাম করে বসা,
Nictate ← নিক্টেইট্ → চোখ টেপা,
Nip ← নিপ্ → চিমটি কাটা, ছেচা খাওয়া, টিপে মারা,
Obligate ← অন্লিগেট্ → কাউকে কোন কিছু করতে বাধ্য করা,
Obtrude ← অব্ট্রুড্ → নিজের মতামতকে অন্যের উপর চাপানো,
Obviate ← অব্ভিএইট্ → ভারমুক্ত হওয়া,
Occupy ← অকিউপাই → দখল করা,
Occur ← অকার্ → ঘটা, মনে পড়া।



 বিঃদ্রঃ ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর
পোস্ট এ নিয়মিত লাইক, শেয়ার ও কমেন্ট
না করলে  ধীরে ধীরে আমাদের পোস্ট আর দেখতে পাবেন না!
 like  + share + comments
***



উল্টাপাল্টা শব্দার্থ শিখুন।
_____________________________________
1.Upset (v) = হতভম্ব হওয়া ।
"
2.Set Up (v) = স্হাপন করা ।
"
3.Income (n) = আয় ।
"
4.Come In (v) = ভিতরে প্রবেশ করা।
"
5.Output (n) = উৎপাদন ।
"
6.Put Out (v) = নিভিয়ে ফেলা ।
"
7.Overcome (v) = অতিক্রম করা, জয় করা ।
"
8.Come Over (v) = মনে আসা, পক্ষ পরিবর্তন করা ।
"
9.Outlook (n) = দৃষ্টিভঙ্গি ।
"
10.Look Out (v) = বাইরে তাকানো ।
"
11.Outcome (n) = ফলাফল, পরিণাম ।
"
12.Come Out (v) = প্রকাশিত হওয়া ।
"
13.Outgo (n) = খরচপত্র ।
"
14.Go Out (v) = বাইরে যাওয়া ।
"
15.Outcast (adj) = সমাজচ্যুত ভবঘুরে
"
16.Cast Out (v) = বহিষ্কার বা প্রত্যাখ্যান করা ।
"
17.Outset (n) = শুরু ।
"
18.Set Out (v) = যাত্রা করা ।
"
19.Onset (n) = প্রবল আক্রমণ ।
"
20.Set On (v) =লাগিয়ে দেয়া ।
বাংলায় উচ্চারণসহ (Singular এর এক অর্থ আর Plural এর অন্য এক অর্থ)
শব্দার্থ শিখুন।
________________________________
.
Ground (গ্রাউন্ড) – ভুমি,
'
Grounds (গ্রাউন্ডস্) – যুক্তি,
.
Sand (স্যান্ড) – বালু,
'
Sands (স্যান্ডস্) – বালুময় স্হান,
.
Air (এয়ার্) – বাতাস,
'
Airs (এয়ারস্) – গর্বিত ভাব,
.
Return (রিটার্ন) – প্রত্যাবর্তন,
'
Returns (রিটার্নস্) – বিবরণী,
.
Corn (কর্ন) – শস্য,
'
Corns (কর্নস্) – পায়ের কড়া,
.
Arm (আর্ম) – বাহু,
'
Arms (আর্মস) – অস্ত্রশস্ত্র,
.
Pant (প্যান্ট্) – হাঁপানো,
'
Pants (প্যান্টস্) – প্যান্টস্,
.
Physic (ফিজিক) – ঔষধ,
'
Physics (ফিজিকস্) – পদার্থবিদ্যা,
.
Cotent (কন্টেন্ট) – আধেয়,
'
Contents (কন্টেন্টস্) – সূচী,
.
Good (গুড) – ভাল,
'
Goods (গুডস্) – পণ্য,
.
Advice (এডভাইস্) – উপদেশ,
'
Advices (এডভাইসেস্) – ব্যবসায়ের সংবাদ,
.
Thank (থ্যাংক) – ধন্যবাদ দেয়া,
'
Thanks (থ্যাংকস্) – ধন্যবাদ,

আনন্দে আনন্দে ইংরেজি শব্দার্থ শিক্ষা।
......(DAY) নিয়ে যতোসব আয়োজন.......
.........................................................................
day = দিন
from day to day = প্রতিদিন
period of one day = একাহ
play-day = ছুটির দিন
luner day = 1. তিথি 2. চান্দ্র্য দিন
day of the week = বার
purchase day book = 1. ক্রয় জাবেদা 2. ক্রয়
দিনপুস্তক
next day = কাল
off-day = 1. খারাপ দিন 2. দুর্ভাগ্যের দিন
working day = দৈনিক কাজের,সময়কাল
day-labourer = দিনমজুর
Synonyms
daylight = দিবালোক
...................................

আনন্দে আনন্দে ইংরেজি শব্দার্থ শিক্ষা।
....(NOTICE) নিয়ে যতোসব আয়োজন....
.........................................................................
notice = বিজ্ঞপিত খবর , সংবাদ-জ্ঞাপন,জানানো ,
সূচনা , বিজ্ঞপ্তি , নোটিস
take notice that = তোমায় সাবধান করে দিচ্ছি
যে
notice board = বিজ্ঞপ্তি ফলক
short notice amendment = অল্পকাল
বিজ্ঞপ্তির সংশোধন
short notice = 1. স্বল্পসময়ের মধ্যে
2. তড়িঘড়ি
final notice = চূড়ান্ত বিজ্ঞপ্তি
notice-board = 1. নোটিস-বোর্ড 2.
সূচনাফলক
show cause notice = কারণ দেখানোর
বিজ্ঞপ্তি
notice of motion = 1. প্রস্তাবের
বিজ্ঞপ্তি 2. প্রস্তাব-প্রজ্ঞাপন
avoid service of a notice = নোটিস
জারি এড়ানো
service of a notice = নোটিশ বা
বিজ্ঞপ্তি জারি
Synonyms
ad = বিজ্ঞাপন
bulletin = সরকারি সংবাদ-বিবৃতি
notification = প্রজ্ঞাপন , অধিসূচনা ,
বিজ্ঞপ্তি
posting = ডাকে দেওয়া
release = মুক্তি (N), খালাস (N)
,......................
any = কোনো , যে কোনো
in any wise = যে কোনও রূপে
under any circumstances = কক্ষনো
in any or either event = যেটাই ঘটুক
না কেন
by any stretch of the imagination =কল্পনাদি যথাসম্ভব প্রসারিত করিয়া
if any = 1. থাকলে 2. যদি থাকে 3.
যদি কোনো
in any case = 1. যা-ই ঘটুক না কেন 2.পরিস্থিতি যেরকমই হোক না কেন
at any price = যে কোন চর্তে
at any rate = 1. যাই হোক না কেন 2.
যা-কিছুই ঘটুক না কেন
any old thing = 1. যা হোক একটা কিছু
2. যেটাসেটা
each = প্রত্যেক
every = প্রত্যেক
link = চেন, শিকল ইত্যাদির এক একটি আংটা , দৈর্ঘ্যের একক , গ্রথিত বা গ্রন্থিত করা
sleeve-link = জামার হাতের জোড়া বোতাম
link-up = 1. সংযুক্তি 2. সংযুক্ত হওয়া
link-up - 1. সংযুক্তি 2. সংযুক্ত হওয়া
sleeve-link - জামার হাতের জোড়া বোতাম
pz like comments + share

all = সমস্ত , সকল , সম্পূর্ণ
all in all = সর্বেসর্বা
taking it all in all = সমস্ত কিছু বিচার
করিয়া
be all and end all = একমাত্র লক্ষ্য বা
পরিণতি
all manner of = সর্বপ্রকার
all the while = সারাক্ষণ
after all = 1. তৎসত্ত্বেও 2. মোটের
উপর 3. সে যাহা হউক
above all = সর্বোপরি
all but one = একটি বাদে সমস্ত বা সকল
all-knowing = অশেষতত্ত্বজ্ঞ
heal-all = সর্বরোগহর ঔষধ


1.Accept (গ্রহণ করা)
Except (ব্যতীত)
2. Access(প্রবেশের অধিকার)
Excess (অতিরিক্ত)
3. Adapt (খাপ খাওয়ানো)
Adept (পারদর্শী)
4. Advice (উপদেশ)
Advise (উপদেশ দেয়া)
5. Affect (ক্ষতিকর প্রভাব ফেলা)
Effect (ফল)
6. Ascent (আরোহণ)
Assent (সম্মতি)
7. Admit (স্বীকার করা)
Confess (দোষ স্বীকার করা)
8.Addicted (কুকর্ম এ আসক্ত)
Devoted (ভাল কাজে আসক্ত)
9.Assay (চেষ্টা করা)
Essay ( রচনা)
10. Bag (থলে)
Beg (প্রার্থনা করা/ চাওয়া)