Sunday, 12 July 2020

২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ

Word meaning Analogy based ( যে কোন Relation চিন্তা করতে হলে শব্দের অর্থ জানাটা জরুরী।) তাই এখানে ক্যাটাগরি আকারে ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ দেওয়া হল
....১)বিভিন্ন পেশা অধিকারী ব্যক্তি:
Architect (স্থপতি), Carpenter (কাঠ মিসি), Chef (পাচক), Cobbler (মুচি), Composer (সুরকার), Courier (বার্তাবহ), Quack (হাতুড়ে ডাক্তার), Refugee (শরনার্থী), Surgeon (শল্য চিকিৎসক), Archaeologist (প্রত্নতত্ত্ববিদ), Brick-Layer (রাজমিস্ত্রি), Mason (রাজমিস্ত্রি), Sculptor (ভাস্কর), Acrobat (সার্কাসে দড়াবাজিকর), Advocate (সমর্থক), Detective (গোয়েন্দা), Heir (উত্তরাধিকারী ব্যক্তি), Journalist (সাংবাদিক), Linguist (ভাষাবিদ), Moderator (মধ্যস্থতাকারী), Optician (চশমা নির্মাতা/বিক্রেতা), Auditor (নিরীক্ষক), Butcher (কসাই), Colleague (একই পেশায় সহকর্মী), Dramatist (নাট্যকার), Pedlar (ফেরিওয়ালা), Tenant (ভাড়াটিয়া)।

বিভিন্ন ধরণের যন্ত্র:
Adze (বাটালি), Auger (তুরপুন), Baton (পুলিশের ছোট লাঠি), Batter (ময়দা), Goggles (ধলা থেকে রক্ষাকারী কালো চশমা), Palette (চিত্রকরের রং মেশানোর জন্য ক্ষুদ্র তক্তাবিশেষ), Saddle (ঘোড়ার পৃষ্ঠে বসার জন্য গদি), Thimble (সেলাইয়ের সময় সুইয়ের খোঁচা এড়ানোর জন্য আঙ্গুলে যে আবরণ পড়া হয়), Tourniquet (রক্তপাত বন্ধ করার জন্য যে যম দিয়ে শিরা চেপে ধরা হয়), Trowel (রাজমিসী যে যম দিয়ে দেয়ালে প্রলেপ লাগায়), Wrench (নাট দিয়ে লাগানোর যম), Paddle (বৈঠা), Scalpel (শল্য চিকিৎসকের ক্ষুদ্র ছুরি), Shears (কাঁচি), Cleaver (কসাইয়ের ছুরি), Gavel (বিচারকের হাতুড়ি), Scissors (কাঁচি), Radar (যে যম দিয়ে পে­ন/জাহাজের দিক ও অবস্থান নির্ণয় হয়), Armor (বর্ম), Club (গলফ খেলার ব্যাট), Violin (বেহালা জাতীয় বাদ্যযম)।

বিভিন্ন জিনিসের আবরণ:
Chaff (ভূসি), Mould (বাসী রুটিতে যে ছাতা পড়ে), Pod (মোটর শুটির খোসা), Plumage (পাখির পালক), Rust (জং পড়ে), Scale (মাছের আঁশ), Carapace (কাকড়া/কচ্ছপের খোল), Husk (ফলের / শষ্যের খোসা/ তুষ/ভুসি।

বিভিন্ন ধরণের (দল/ঝাঁক):
Anthology (সংকলন), Convoy (সামরিক জাহাজের বহর), Galaxy (নক্ষত্রের ঝাঁক), Archipelago (দ্বীপপুঞ্জ), Constellation (নক্ষত্রপুঞ্জ), School (মাছের ঝাঁক) Chorus গায়ক/নর্তক দল ঈৎব((নাবিকের দল) Fleet (নৌবহর) Poultry (হাঁস-মুরগীর ঝাঁক) Range (পর্বত শ্রেণী) Regiment (সৈন্যদল) Stack (খড়/শস্য/কাঠের গাদা) Faculty (শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবর্গ) Orchestra (বাদ্যযমী দল) Troop (সৈন্যদল)।

বসবাস করার জায়গা:
Barn (গোলাঘর), Silo (শস্য সংরক্ষণের ঘর), Hangar (বিমান রাখার জন্য আচ্ছাদিত স্থান), Stable (ঘোড়ার আসাবল), Aviary (পাখির বড় খাঁচা/ঘর), Den (হিংস্র জন্তুর বাসগুহা), Igloo (এস্কিমোদের বাসের ঘর)।

বিভিন্ন ধরণের অভিব্যক্তি:
Beam (হাসিতে- উদ্ভাসিত হওয়া), Nod (সম্মতিসচক- মাথা নোয়ান), Yawn (ঘুমের প্রাবল্যে- হাই তোলা), Blush (লজ্জায়- লাল হওয়া),Grin (ভেঙ্চি- কাটিয়া হাসা), Snore (নাকডাকা), Wince (ব্যথায়-সংঙ্কুচিত), Squirm/Writhe (ব্যথায়- দেহ মোচড়ান), Groan (আর্তনাদ করা), Sob (ফুঁপিয়ে কাঁদা)।

বৈজ্ঞানিক যন্ত্রের কাজ:
Ammeter (বিদ্যুৎ প্রবাহ মাপার যম), Chronometer (সময় মাপার যম), Geiger Counter (তেজক্রিয়তা মাপার যম), Speedometer (গাড়ির বেগ মাপার যম), Barometer (বায়ুচাপ মাপার যম), Manometer (গ্যাসের চাপ মাপার যম), Thermometer (তাপ-মাপার যম), Odometer (ভ্রমণে অতিক্রাম দুরতব মাপার যম), Seismograph (ভূমিকমঙ পরিমাপের যম)।



বিভিন্ন ধরণের গতি:
Blink (চোখ পিটপিট করা), Hum (গুঞ্জন করা), Mumble (অসঙষ্টভাবে বলা), Guffaw (অট্ট হাসি হাসা), Stammer (তোতলান), Stumble (হোচট খাওয়া), Whisper (কানে কানে বলা), Whine (নালিশ করা), Chatter (অনর্থক বক বক করা), Sprint (পর্ণবেগে দেŠড়ান), Bustle (তাড়াহুড়ো করা)।

বিভিন্ন জীবজন্তুর আওয়াজ:
Bark (কুকুরের ডাক), Buzz (মৌমাছির গুঞ্জন), Caterwaul (বিড়ালের ত্রুদ্ধ গর্জন), Neigh (ঘোড়ার হ্রেষা ধ্বনি), Roar (সিংহের গর্জন), Trumpet (হাতির ডাক), Moo (গরুর হাম্বা রব), Snarl (কুকুরের দাঁত খিচিয়ে ত্রুদ্ধ শব্দ) Howl (নেকড়ে/কুকুরের গর্জন)।

বিভিন্ন জিনিসের শেষাংশ / প্রথমাংশ:
Appendix (দলিলের শেষে অতিরিক্ত ভাবে সংযুক্ত অংশ), Glossary (এই শব্দকোষ বইয়ের শেষে থেকে), Preface (কোন পুসকে ব্যবহৃত দুর্বোদ্ধ শব্দের ব্যাখ্যা সম্বলিত তালিকা), Codicil (সংযুক্ত উইল), Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচছদ), Preamble (শাসনতম / আইনের ভূমিকা), Prelude (নাটকের/ সঙ্গীতের ভূমিকা স্বরূপ অংশ), Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচ্ছদ)

বিভিন্ন জীব-জন্তুর বাচ্চা/শাবক:
Calf (গরু, হাতি, তিমির বাচ্ছা), Chicken (হাঁস-মুরগীর ছানা), Lamb (ভেড়ার বাচ্চা), Kid (ছাগল ছানা), Pullet (কুকুর ছানা)।

বিভিন্ন বিজ্ঞান:
Anthropology (নৃবিজ্ঞান), Archaeology (প্রত্নতত্ত্ববিদ্যা), Botany (উদ্ভিদ বিদ্যা), Pharmacology (ঔষধ সংক্রাম বিদ্যা), Astronomy (জ্যোতিবিদ্যা), Biology (জীববিদ্যা), Cardiology (হৃদবিজ্ঞান), Psychology (মনোবিজ্ঞান), Calliography (সুন্দর হসাক্ষর বিদ্যা), Entomology (পতঙ্গবিজ্ঞান), Meteorology (আবহাওয়া বিদ্যা), Horticultural (উদ্যান পালন সংক্রাম), Metallurgy (ধাতুবিদ্যা)।

বিভিন্ন পশুর গোস:
Beef (গরুর গোস), Pork (শুকুরের গোস), Veal (বাছুরের গোস), Mutton (ভেড়ার গোস), Venison (হরিণের গোস)।

বিবিধ শব্দ:
Amphibian (উভচর জীব), Blizzard (প্রবল তুষার ঝড়), Decade (এক দশক), Dias (মঞ্চ), Embezzle (আত্মসাৎ করা), Glacier (হিমবাহ), Ladder (মই), Stanza (কবিতার সবক), Bucket (বালতি), Drought (অনাবৃষ্টি), Elegy (শোকসঙ্গীত), Quarry (পাথরের খনি), Recipe (খাদ্য/পানীয় প্রস্ত্তত প্রণালী), Rung (মইয়ের ধাপ), Oasis (মরুদ্যান), Usury (চড়া সুদ), Royalty (লেখক/উদ্ভাবককে তার বই/উদ্ভাবনের জন্য দেয় সম্মানী)।

----------------------------------------------------------------------------------------------
"Let's Learnn English (বাংলায়)" চ্যানেলে সবাইকে আমন্ত্রন,[ https://goo.gl/L3aoTF ]
আমাদের youtube ভিত্তিক লাইভ ক্লাশ, এখনি SUBSCRIBE করে রাখুন, যেন যথা সময়ে নোটিফিকেশন পেয়ে যান, ইংলিশ বেসিক স্কিলস এর টিপসের জন্য Group  জয়েন করুন । ইনভাইট ও শেয়ার করুন আপনার বন্ধুকে ...